Cyclone Remal Update: শক্তি বাড়িয়ে রুদ্রমূর্তি ধারণ করতে চলেছে রেমাল, প্রবল জলোচ্ছ্বাস নদীতে | ABP Ananda LIVE

Continues below advertisement

ABP Ananda LIVE: দক্ষিণ ২৪ পরগনার পাশাপাশি, অতি শক্তিশালী ঘূর্ণিঝড় রেমালের প্রভাব পড়তে শুরু করেছে সুন্দরবন লাগোয়া উত্তর ২৪ পরগনা জেলাতেও। হিঙ্গলগঞ্জের লেবুখালিতে ইছামতী নদীতে সকাল থেকেই জলোচ্ছ্বাস দেখা দিয়েছে। প্রবল বেগে বইছে পুবালি হাওয়া। নদীতে জলস্তর বেড়ে চলায় সকাল সাড়ে ১১টায় বন্ধ হয়ে যায় ভেসেল পরিষেবা। শেষ ভেসেল ধরতে হুড়োহুড়ি পড়ে যায় যাত্রীদের মধ্যে। নদী তীরবর্তী এলাকার বাসিন্দাদের ফ্লাড সেন্টারে আশ্রয় নিতে বলে মাইকে প্রচার করছে NDRF। হিঙ্গলগঞ্জের লেবুখালির উল্টোদিকে সুন্দরবনের যোগেশগঞ্জ। এরপর হেমনগর, জিরো পয়েন্ট সামশেরনগর, সেখানে রায়মঙ্গল নদীতে আন্তর্জাতিক জলসীমানা। তার ডানদিকে হ্যামিলটন দ্বীপ। এই এলাকা দিয়েই ঘূর্ণিঝড় রেমালের বয়ে যাওয়ার সম্ভাবনা। 

রেমালের প্রস্তুতি খতিয়ে দেখতে ক্যাবিনেট সচিব রাজীব গৌবার তত্ত্বাবধানে বৈঠক। ১২টি দল মোতায়েন করেছে NDRF। এছাড়া আরও ৫টি অতিরিক্ত দল প্রস্তুত রাখা হয়েছে। পাশাপাশি- সেনা, নৌবাহিনী ও উপকূলরক্ষীবাহিনীর উদ্ধারকারী জাহাজ ও বিমান প্রস্তুত রাখা হয়েছে। জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রকের মুখপাত্র।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram