Cyclone Remal Update:ধেয়ে আসছে রেমাল, ল্যান্ডফলের সময় সর্বোচ্চ গতিবেগ হতে পারে ঘণ্টায় ১৩৫ কিমি

Continues below advertisement

ধেয়ে আসছে রেমাল, কমল আরও দূরত্ব, ল্যান্ডফলের প্রক্রিয়া শুরু। রেমালের প্রভাবে শুরু ঝড়-বৃষ্টি। আধ ঘণ্টারও কম সময়ের মধ্যে সাগরদ্বীপ ও বাংলাদেশের খেপুপাড়ার মাঝে ল্যান্ডফল। ল্যান্ডফলের সময় রেমালের সর্বোচ্চ গতিবেগ হতে পারে ঘণ্টায় ১৩৫ কিমি। সাগরদ্বীপ থেকে রেমালের দূরত্ব ১২৫ কিলোমিটার। বাংলাদেশের খেপুপাড়া থেকে ১৪০ কিলোমিটার দূরে রেমাল
মংলা থেকে ৩০ কিলোমিটার দূরে। ক্যানিং থেকে রেমালের দূরত্ব ১৩৫ কিলোমিটার। 

রেমালের প্রভাবে কলকাতা-সহ জেলায় জেলায় বৃষ্টি। দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরে অতিভারী বৃষ্টির লাল সতর্কতা। কলকাতা, হাওড়া, হুগলিতে ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা। পঃ মেদিনীপুর, পূর্ব বর্ধমান, নদিয়ায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা। ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদে ভারী বৃষ্টির সতর্কতা। কাল দুই ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস। কাল কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা। কাল বীরভূম, দুই দিনাজপুর, মালদায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা। কাল জলপাইগুড়ি, কোচবিহারে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস। কাল দার্জিলিং, কালিম্পং, দুই দিনাজপুরে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram