Rail Service Resumed:'রেমাল' বিপর্যয়ে ধাক্কা ট্রেন চলাচলে, সকাল ৯টার পর ট্রেন ছাড়ার ঘোষণা শিয়ালদা দক্ষিণে।ABP Ananda LIVE

Continues below advertisement

'রেমাল' বিপর্যয়ের প্রভাব ট্রেন চলাচলে, সকাল থেকে শিয়ালদা দক্ষিণে বন্ধ ছিল ট্রেন। সকাল ৯টার পর ট্রেন ছাড়ার ঘোষণা। প্রথমে ছাড়ার কথা আপ ক্যানিং লোকালের। এরপর একে একে ছাড়বে ডায়মন্ড হারবার, লক্ষ্মীকান্তপুর, বারুইপুর, সোনারপুর, বজবজ লোকাল। অন্য দিকে, রেমালের জেরে প্রবল বৃষ্টি, পার্ক স্ট্রিট-এসপ্ল্যানেড মেট্রো স্টেশনের মধ্যে জল জল জমায় মেট্রো পরিষেবা ব্যাহত।
দক্ষিণেশ্বর থেকে গিরিশ পার্ক পর্যন্ত মেট্রো চলাচল করছে। অন্যদিকে নিউ গড়িয়া থেকে টালিগঞ্জ পর্যন্ত চলছে মেট্রো। মহানগরের বিস্তীর্ণ অংশের ছবিটা ভয়ঙ্কর ভাবে ছন্নছাড়া, সল্টলেকের পরিস্থিতিও বেশ কঠিন। সল্টলেকের AA ব্লক, AC ব্লক, FD ব্লক-সহ বিভিন্ন জায়গায় গাছ উপড়ে পড়ায় রাস্তা বন্ধ হয়ে যায়। যাতায়াতে সমস্যায় পড়েছেন এখানকার বাসিন্দারা। ঘুরপথে যাতায়াত করতে হচ্ছে। দীর্ঘক্ষণ কেটে গেলেও পুরসভার তরফে রাস্তা পরিষ্কার না হওয়ায় ক্ষুব্ধ সল্টলেকের বাসিন্দারা। AC ব্লকের ২৮ নম্বর বাড়ির সামনে গাছ ভেঙে বিপত্তি। ল্যাম্পপোস্ট আর বাড়ির বিপজ্জনকভাবে হেলে পড়েছে গাছ। FD ব্লক মার্কেট জলমগ্ন। বেশিরভাগ দোকান বন্ধ। এর মধ্যেই চলছে কেনাকাটা।  

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram