Cyclone Remal: রেমালের জেরে কলকাতা সহ দক্ষিণবঙ্গের কোন কোন জেলায় ঝড়-বৃষ্টি? ABP Ananda Live

ABP Ananda Live: ধেয়ে আসছে ঘূর্ণিঝড় 'রেমাল' (Cyclone Remal)। আছড়ে পড়তে পারে সাগর ও বাংলাদেশের খেপুপাড়া মাঝামাঝি এলাকায়। যার প্রভাবে রবিবার উপকূলবর্তী দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনায় ঘণ্টায় ১০০ কিলোমিটারের বেশি গতিবেগে ঝড় এবং প্রবল বৃষ্টির আশঙ্কা রয়েছে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও হতে পারে ঝড় ও প্রবল বৃষ্টি।মে মাসে আবার ঘূর্ণিঝড়ের চোখরাঙানি! বাংলা কি আরও একবার প্রবল দুর্যোগের কবলে পড়তে চলেছে? বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ ইতিমধ্যেই পরিণত হয়েছে গভীর নিম্নচাপে।  শুক্রবার সকালে তার অবস্থান ছিল বাংলাদেশের খেপুপাড়ার দক্ষিণ-দক্ষিণপূর্বে ৭০০ কিমি, সাগর দ্বীপের দক্ষিণ-দক্ষিণপূর্ব ৬৬০ কিমি এবং ক্যানিং থেকে দক্ষিণে ৭১০ কিমি দূরে। আর তা থেকেই জোরালো হচ্ছে এই আশঙ্কা। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, শনিবার সকালে গভীর নিম্নচাপ ঘূর্ণিঝড় 'রেমালে' পরিণত হওয়ার সম্ভাবনা। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola