Cyclone Remal: রেমালের প্রভাব নিয়ে কীভাবে প্রস্তুতি নিচ্ছে রাজ্য প্রশাসন? ABP Ananda Live
ABP Ananda Live: বঙ্গোপসাগরে ফের চোখ রাঙাচ্ছে ঘুর্ণিঝড়। রেমালের (Cyclone Remal) প্রভাব নিয়ে আগাম সতর্ক রাজ্য প্রশাসন। উপকূলবর্তী জেলাগুলিতে খোলা হয়েছে কন্ট্রোলরুম। প্রস্তুত রাখা হয়েছে ত্রাণ, ফ্লাড শেল্টার গুলিকে।বাসিন্দাদের ঘূর্ণিঝড় নিয়ে সতর্ক করতে চলছে মাইকে প্রচার।রবিবার মধ্যরাতে আর ঘূর্ণিঝড় রেমাল আছড়ে পড়তে পারে পশ্চিমবঙ্গের সাগর ও বাংলাদেশের খেপুপাড়ার মাঝামাঝি এলাকায়। যার প্রত্যক্ষ প্রভাব পড়তে পারে বাংলাতেও। তাই আগেভাগেই ঝড় মোকাবিলায় সতর্ক প্রশাসন। উপকূলবর্তী জেলা দক্ষিণ ২৪ পরগনায়, সুন্দরবনের প্রত্যন্ত এলাকায় এখন থেকেই তৈরি রাখা হচ্ছে ফ্লাড শেল্টারগুলিকে। বিভিন্ন ব্লকে মজুত রাখা হচ্ছে ত্রাণ সামগ্রী। খোলা হয়েছে কন্ট্রোলরুম।ঝড় মোকাবিলায় প্রশাসনিক তৎপরতার ছবি ধরা পড়েছে বঙ্গোপসাগরের উপকূলবর্তী জেলা পূর্ব মেদিনীপুরেও। শুক্রবার থেকেই দিঘায় উত্তাল সমুদ্র। প্রস্তুত রাখা হয়েছে বিপর্যয় মোকাবিলা বাহিনীকে। পর্যটকদের সমুদ্রে নামতে দেওয়া হচ্ছে না। ফিরিয়ে আনা হচ্ছে মৎস্যজীবীদের।