Cyclone Remal: ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রেমাল, কাল রাত ১১ থেকে শিয়ালদা দক্ষিণ শাখায় বাতিল বেশকিছু লোকাল ট্রেন | ABP Ananda LIVE

Continues below advertisement

ABP Ananda LIVE: ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রেমাল, কাল মধ্যরাতে আছড়ে পড়বে । কাল রাত ১১ থেকে শিয়ালদা দক্ষিণ শাখায় বাতিল বেশকিছু লোকাল ট্রেন । কাল রাত ১১ থেকে সোমবার সকাল ৬ পর্যন্ত বাতিল বেশকিছু লোকাল ট্রেন
বারাসাত-হাসনাবাদ শাখাতেও কাল রাত ১১ থেকে বাতিল বেশকিছু ট্রেন । কাল রাত ১১ থেকে শিয়ালদা ক্যানিং, বজবজ শাখায় বাতিল বেশকিছু লোকাল ট্রেন । কাল রাত ১১ থেকে শিয়ালদা-ডায়মন্ড হারবার, লক্ষ্মীকান্তপুর-নামখানা শাখাতেও বাতিল বেশকিছু ট্রেন 

কলকাতার আকাশে এখনও খটখটে রোদ। কিন্তু 'রেমাল' ( Remal ) আসতে আর বেশি দেরি নেই।  পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে গভীর হয়েছে নিম্নচাপ ( Depression )। শক্তি বাড়িয়ে ধীরে ধীরে এগোচ্ছে বাংলার দিকে । গভীর নিম্নচাপ থেকে অতি গভীর নিম্নচাপে পরিণত হয় সিস্টেমটি। তারপর তা ঘূর্ণিঝড়ের রূপ নেয়। ঘূর্ণিঝড়ে পরিণত হলে তবেই তার নাম হবে রেমাল। আয়লা, আমফান, ফণী, ইয়াসের মতোই কি ভয়ানক হবে এই ঘূর্ণিঝড়ের অভিঘাত ? তা তো বলবে সময়ই। তবে পূর্বাভাস বলছে, বেশ তীব্র আঘাত হানতে পারে এই ঝড়। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram