Cyclone Remal: দাপট দেখাতে শুরু করেছে ঘূর্ণিঝড় রেমাল, বকখালিতে শুরু হয়েছে বৃষ্টি, সঙ্গে প্রবল হাওয়া | ABP Ananda LIVE
Continues below advertisement
ABP Ananda LIVE: দাপট দেখাতে শুরু করেছে ঘূর্ণিঝড় রেমাল। বকখালিতে শুরু হয়েছে বৃষ্টি, সঙ্গে প্রবল হাওয়া। খালি করে দেওয়া হয়েছে সমুদ্র সৈকত। দোকানপাট বন্ধ। সমুদ্র তীরবর্তী এলাকা থেকে নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার জন্য মাইকে প্রচার করছে ফ্রেজারগঞ্জ থানার পুলিশ। বিভিন্ন ব্লক, মহকুমা ও জেলা স্তরে কন্ট্রোলরুম খোলা হয়েছে। ফ্লাড সেন্টার ও স্কুলগুলিকে প্রস্তুত রেখেছে প্রশাসন। ফেরি চলাচল বন্ধ। হোটেল ও লজগুলিকে নতুন করে বুকিং নিতে নিষেধ করা হয়েছে। পর্যটকদের হোটেলে থাকতে বলেছে প্রশাসন।
ঘূর্ণিঝড় রেমাল আছড়ে পড়ার আগেই গঙ্গায় জলস্তর হতে পারে ১৬ ফুটের বেশি। এর জন্য দুপুর দেড়টা থেকে সন্ধে ৬টা পর্যন্ত গঙ্গার ঘাটের লকগেটগুলি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কলকাতা পুরসভা। দুপুর ৩টেয় গঙ্গার জলস্তর হবে সবথেকে বেশি। এই সময়ে কলকাতায় বৃষ্টি হলে জল জমার আশঙ্কা থাকছে।
Continues below advertisement
Tags :
Cyclone Cyclone Update Cyclone Remal 2024 Cyclone Remal Tracker Cyclone Remal Tracker Live Satellite Cyclone Remal In Bay Of Bengal