Cyclone Yaas: সকাল থেকেই আকাশের মুখ ভার, উত্তর ২৪ পরগনায় বৃষ্টির পূর্বাভাস
চোখ রাঙিয়ে ধেয়ে আসছে ইয়াস। আবারও এক বুধবারের জন্য আতঙ্কের প্রহর গুনছে রাজ্যবাসী। আবহাওয়া দফতর ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে বুধবার দুপুর থেকেই অতিশক্তিশালী ঘূর্ণিঝড় হিসেবে রাজ্যের উপর দিয়ে যাবে ইয়াস। গত বছর ২০ মে এরাজ্যের উপর আছড়ে পড়েছিল ঘূর্ণিঝড় আমফান। তার জায়গায় তছনছ হয়ে গেছিল কলকাতা সহ রাজ্যের বিভিন্ন এলাকা। সে ছিল এক বুধবার। এক বছর পর মে মাসের এক বুধবারেই আসছে ঘূর্ণিঝড় ইয়াস।
গতকাল দুপুর বেলা উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জ, সন্দেশখালি এলাকায় হালকা বৃষ্টি হয়েছে। সন্ধের দিকেও হালকা বৃষ্টি হয়েছিল। আজ সকাল থেকে আকাশ মেঘলা থাকলেও বৃষ্টি শুরু হয়নি। তবে হালকা ঝোড়ো হাওয়া বইতে শুরু করেছে। ঘূর্ণিঝড় আছড়ে পড়ার সময় কলকাতায় ঘণ্টায় ৭০ থেকে ১০০ কিলোমিটার হাওয়ার গতিবেগ হতে পারে। ওই সময় দক্ষিণ ও উত্তর ২৪ পরগনায় হাওয়ার গতিবেগ হতে পারে ঘণ্টায় ৯০ থেকে ১১০ কিলোমিটার।