DA Protest: নিস্ফলা DA-বৈঠক, বড় আন্দোলনের হুঁশিয়ারি সংগ্রামী যৌথ মঞ্চের | ABP Ananda LIVE

Continues below advertisement

হাইকোর্টের নির্দেশে বকেয়া DA নিয়ে নবান্নের বৈঠকে মেলেনি সমাধানসূত্র। ফলে আন্দোলনে অনড় রাজ্য সরকারি কর্মীরা। শহিদ মিনারে ৮৬ দিনে পড়ল ধর্না-অবস্থান। বকেয়া DA-র দাবিতে ৬ মে মহামিছিলের ডাক দিয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ। তাদের অভিযোগ, সমাধান খোঁজবার সদিচ্ছাই নেই রাজ্য সরকারের। বর্তমানে কেন্দ্র এবং রাজ্য়ের মধ্য়ে DA-র ফারাক ৩৬ শতাংশ। সূত্রের খবর, গতকাল নবান্নে DA-আন্দোলনকারীদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব জানান, অর্থনৈতিক সঙ্কটের কারণে বকেয়া DA দেওয়া যাচ্ছে না। সঙ্কট কাটলে নিশ্চয়ই দেওয়া হবে।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram