DA Protest: 'ডিএ সম্পর্কে কলকাতা হাইকোর্টের স্পষ্ট রায় যে এটা তাঁদের আইনি অধিকার', বললেন বিকাশরঞ্জন
ABP Ananda LIVE: বকেয়া ডিএ-র দাবিতে, সরকারি কর্মচারীদের নবান্নের সামনে অবস্থান কর্মসূচি ঘিরে উত্তেজনা। ভোর সাড়ে পাঁচটা থেকে পুলিশের সঙ্গে দফায় দফায় বচসা আন্দোলনকারী সরকারি কর্মচারীদের। হাইকোর্টের (High Court)অনুমতি সত্ত্বেও নবান্ন বাসস্ট্যান্ডে সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যদের বসতে বাধা দেওয়ার অভিযোগ পুলিশের বিরুদ্ধে (Protest)। পুলিশ নির্ধারিত জায়গায় দ্বিস্তরীয় ব্যারিকেড করে দিলে ব্যারিকেডের সামনেই অবস্থানে বসে পড়েন আন্দোলনকারীরা।পরে ব্রিজের নীচে একটি জায়গা পুলিশের তরফ থেকে নির্দিষ্ট করে দিলে সেখানেই অবস্থানে বসেন তাঁরা। আন্দোলনকারীদের স্লোগান ও প্ল্যাকার্ড প্রদশর্নেও বাধাদানের অভিযোগ পুলিশের বিরুদ্ধে। পুলিশ বনাম সংগ্রামী যৌথ মঞ্চের টানাপোড়েনে সরগরম নবান্ন (Nabanna)সন্নিহিত এলাকা। 'ডিএ সম্পর্কে কলকাতা হাইকোর্টের স্পষ্ট রায় যে এটা তাঁদের আইনী অধিকার, আর মুখ্যমন্ত্রী বলে যাচ্ছেন এটা অপশন। মুখ্যমন্ত্রী কলকাতা হাইকোর্টের আদেশকে অগ্রাহ্য করছে', বললেন বিকাশরঞ্জন ভট্টাচার্য (Bikash Ranjan Bhattacharya)