DA protest: আরও ঝাঁঝ বাড়ছে ডিএ আন্দোলনের, আদালতে যাচ্ছেন আন্দোলনকারীরা
Continues below advertisement
আরও ঝাঁঝ বাড়ছে ডিএ আন্দোলনের। এবার খাদ্যভবনে লাগাতার ধর্নার অনুমতি চেয়ে আদালতে (Court) যাচ্ছেন আন্দোলনকারীরা।
খাদ্যভবনের ২ কর্মচারীকে বদলির প্রতিবাদ ও ১৪০০ পদের অবলুপ্তির অভিযোগ। খাদ্যভবনে কর্মবিরতি ও ধর্নার অনুমতি চেয়ে পুলিশ কমিশনারকে চিঠি আন্দোলনকারীদের। ‘রাতে খাদ্যভবনে থাকার অনুমতি দেওয়া যাবে না’, জানিয়েছে নিউমার্কেট থানা, দাবি আন্দোলনকারীদের। তারই প্রতিবাদে আদালতে যাচ্ছেন আন্দোলনকারীরা। আগামী সপ্তাহ থেকে বিভিন্ন সরকারি অফিসে লাগাতার কর্মবিরতির ভাবনা আন্দোলনকারীদের।
Continues below advertisement