DA Protest: ডিএ আন্দোলনকারীদের মঞ্চে নাটক মঞ্চস্থ করায় শাসকের রোষে নাটকের দল ?
Continues below advertisement
ABP Ananda LIVE: শহিদ মিনারে ডিএ আন্দোলনকারীদের মঞ্চে নাটক মঞ্চস্থ করায় শাসকের রোষে নাটকের দল? ডিএ বঞ্চনার প্রতিবাদে গতকাল শহিদ মিনারে সরকারি কর্মচারীদের আন্দোলন মঞ্চে নাটক মঞ্চস্থ করার পরেই নদিয়ার চাকদার নাট্য়জনের বুকিং বাতিল করে দেওয়ার অভিযোগ। আগামী ২৩ থেকে ২৬ নভেম্বর কল্যাণীর ঋত্বিক সদন প্রেক্ষাগৃহে বুকিং ছিল এই নাটকের দলের। গতকাল ডিএ আন্দোলনকারীদের মঞ্চে জগাখিচুড়ি নামে একটি নাটক মঞ্চস্থ করেন নাট্য়জনের সদস্য়রা। অভিযোগ এরপরেই বুকিং বাতিল করেছে কল্য়াণী পুরসভা। নাট্য়জনের বুকিং বাতিল করার ঘটনায় তৈরি হয়েছে বিতর্ক। ওই সময়ে সরকারি অনুষ্ঠান থাকায় বাধ্য হয়ে এই সিদ্ধান্ত নিতে হয়েছে, জানাল কল্যাণী পুরসভা। এদিকে সুপ্রিম কোর্টে ফের পিছিয়ে গেল ডিএ মামলা। আগামী বছরের ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহে পরবর্তী শুনানি।
Continues below advertisement