Darjeeling: চাঁদের আলোয় চা তোলার প্রচলন, তাতে নাকি বাড়ে স্বাদ! জানেন কোথায়?

Continues below advertisement

গোটা পৃথিবীতে জনপ্রিয় দার্জিলিং-চা। বছরের একটি বিশেষ সময়ে এখানে প্রচলিত রয়েছে এক রীতি। চাঁদের আলোয় স্থানীয় মহিলারা জমায়েত হন চা-বাগানে। রাতের অন্ধকারেই তোলা হয় চা। মনে করা হয়, এতে চায়ের স্বাদ বাড়ে। সঙ্গে আয়োজন করা হয় নাচ-গানের। মাদল আর গানের সুরে তৈরি হয় এক মায়াবী পরিবেশ।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram