Darjeeling Landslide: দার্জিলিংয়ে রাস্তায় ধস নেমে বন্ধ শিলিগুড়িগামী মূল সড়ক

Continues below advertisement

প্রবল বৃষ্টিতে ধস নামল দার্জিলিঙের রাস্তায় ( Darjeeling Landslide )। কার্শিয়ঙের তিনধারিয়ায় ৫৫ নম্বর জাতীয় সড়কে ধস নেমেছে। আজ সকালে ধস নামার পরেই বন্ধ হয়ে যায় যান চলাচল। সেই কারণেই আপাতত দার্জিলিং থেকে শিলিগুড়ি যাওয়ার মূল রাস্তা বন্ধ রয়েছে। যদিও শিলিগুড়ি থেকে দার্জিলিং যেতে রোহিণী ও মিরিক হয়ে যাওয়া রাস্তা খোলা রয়েছে। 

আবহাওয়া দফতর জানিয়েছে আজও উত্তরবঙ্গ জুড়ে বৃষ্টি হবে। ভারী বৃষ্টি দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ারে। ভারী বৃষ্টি হতে পারে কোচবিহার ও জলপাইগুড়ি জেলাতেও। ঝাড়খণ্ডে ঘূর্ণাবর্ত ও মৌসুমী অক্ষরেখার জন্য বৃষ্টি চলবে বঙ্গে। চলতি সপ্তাহে হালকা থেকে মাঝারি বৃষ্টি বিক্ষিপ্তভাবে সব জেলাতেই। পশ্চিমের দিকে আরও দু'একটি জেলায় ভারি বৃষ্টির পূর্বাভাস। মুর্শিদাবাদ ও বীরভূম জেলায় অপেক্ষাকৃত বেশি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। যদিও দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ কমবে। 

অন্যদিকে বাঁকুড়া শহর লাগোয়া দ্বারকেশ্বর সেতুর ভগ্নদশার কারণে ঝুঁকি নিয়ে পারাপার করতে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের। অভিযোগ কয়েক দশক আগে তৈরি এই সেতুর দীর্ঘদিন স্থায়ী সংস্কার হয়নি। আর এই নিয়েই শুরু হয়েছে তৃণমূল বিজেপি তরজা।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram