Train Derailed: ফের রাঙাপানি! একই জায়গায় কেন বারবার রেল দুর্ঘটনা? কোথায় গাফিলতি? উঠছে প্রশ্ন | ABP Ananda LIVE
ফের ফাঁসিদেওয়ার রাঙাপানি। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনার দেড় মাসের মাথায় ফের রেল দুর্ঘটনা। এবার লাইনচ্যুত হল মালগাড়ির ২টি কন্টেনার। একই জায়গায় ফের কেন দুর্ঘটনা? প্রশ্নের মুখে রেলের নিরাপত্তা। 'বার বার যা ঘটছে তা নিয়ে খুবই উদ্বিগ্ন', এক্স হ্যান্ডলে লিখলেন মুখ্যমন্ত্রী। 'রেলমন্ত্রী প্রচারপ্রিয় হলে এরকমই হয়', কটাক্ষ তৃণমূলের। পাল্টা জবাব দিয়েছে বিজেপি।
ফের দার্জিলিঙের ফাঁসিদেওয়া। ফের রাঙাপানিতে রেল-দুর্ঘটনা। ১৭ জুন থেকে ৩১ জুলাই। মাঝে মাত্র দেড় মাস। মাত্র ৪৫ দিনের মাথায় এবার লাইনচ্যুত হল মালগাড়ি।
দুর্ঘটনাটি ঘটে বুধবার সকাল সাড়ে ১১টা নাগাদ। রেল সূত্রে খবর, নুমালিগড় তৈল শোধনাগারে ঢুকছিল মালগাড়িটি। সেই সময়ই মাঝের ২টি কন্টেনার লাইনচ্যুত হয়ে যায়। দুর্ঘটনার ফলে বেশ কিছুক্ষণ বন্ধ হয়ে যায় রাঙাপানি পাঁচ নম্বর গেট। দেখা দেয় যানজট। মালগাড়ির পিছনের অংশ মেই লাইনের ওপর থাকায় ওই লাইনে বন্ধ হয়ে যায় ট্রেন চলাচল। ঘণ্টাখানেকের চেষ্টায় ট্রেনের পিছন দিকের কন্টেনারগুলি খুলে লাইন পরিষ্কার করে দেওয়া হয়। ওই লাইন দিয়ে ট্রেন চলাচল শুরু হয়। এই নিয়ে গত দু’মাসে ৪ বার ঘটল ট্রেন দুর্ঘটনা। মঙ্গলবারই ঝাড়খণ্ডের চক্রধরপুরে দুর্ঘটনাগ্রস্ত হয় মুম্বই মেল। মৃত্যু হয় ২ জনের। গত ১৭ জুন এই রাঙাপানিতেই মালগাড়ির সঙ্গে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের ভয়াবহ সংঘর্ষ হয়। মৃত্যু হয় ১০ জনের। মৃতদের মধ্যে মালগাড়ির চালকও ছিলেন। এবার ফের রাঙাপানি।
বার বার দুর্ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করে মুখ্যমন্ত্রী লিখেছেন আজ (বুধবার) আর একটি রেল দুর্ঘটনা, উত্তরবঙ্গের একই ফাঁসিদেওয়ার রাঙাপানি এলাকায়। যেখানে মাত্র ৬ সপ্তাহ আগে সবচেয়ে মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছিল! যা ঘটছে তা নিয়ে আমরা খুব উদ্বিগ্ন!! একই জায়গায় বারবার কেন ঘটছে দুর্ঘটনা? কার গাফিলতির জের? প্রশ্ন উঠছে।
বার বার দুর্ঘটনা, বার বার মৃত্যু। আতঙ্কিত যাত্রীদের অভিযোগ, রেল এখন দুঃস্বপ্নের। কিন্তু ভারতীয় রেলের বিজ্ঞাপন দেখলে চোখ ধাঁধিয়ে যায়। যেখানে পণ্য পরিবহণের জন্যে বারো হাজার অশ্বশক্তির মালগাড়ির ইঞ্জিনের কথা বলা হয় ফলাও করে। কিন্তু বাস্তব? বিজ্ঞাপনী চমকের সঙ্গে বাস্তবের অমিল বিস্তর!