Mumbai Train Accident: প্রিয়জন হারানোর চাপা কান্না চক্রধরপুর হাসপাতালে, আহত ৮ যাত্রীর এখনও চলছে চিকিৎসা | ABP Ananda LIVE

Continues below advertisement

প্রিয়জন হারানোর চাপা কান্না চক্রধরপুর হাসপাতালে। আহত ৮ যাত্রী এখনও ভর্তি রয়েছেন হাসপাতালে। প্রিয়জনকে ফিরিয়ে নিয়ে যাওয়ার অপেক্ষায় বসে আছেন অনেকে। অন্যদিকে যুদ্ধকালীন তৎপরতায় চলছে রেল লাইন মেরামতির কাজ। রেল সূত্রে খবর, ট্র্যাক মেরামত হয়ে গেলেই শুরু হবে ট্রায়াল রান।

দুর্ঘটনাগ্রস্ত মুম্বই মেলের আহত যাত্রী শেখ রাজুর কথায়, 'আমরা ঘুমিয়ে ছিলাম রাতে। পৌনে চারটের দিকে হঠাৎ ঝটকা লাগে। পড়ে যাই নীচে। নীচে পড়ে যাওয়ার পর দেখছি যে লাইন থেকে ট্রেন নেমে গেছে, ঘড় ঘড় করে শব্দ হচ্ছে, কাচ ভেঙে যাচ্ছে।'

হাওড়ার বাসিন্দা দুর্ঘটনাগ্রস্ত মুম্বই মেলের যাত্রী সুজয় দাস বলছেন, 'তখন তো আমি ঘুমাচ্ছিলাম। ঘুমাতে ঘুমাতে দেখি ছিটকে পড়ে গেছি। গাড়ির আওয়াজ হচ্ছে একটা, বিকট আওয়াজ হচ্ছে। আওয়াজ হতেই গাড়ি কাঁপতে কাঁপতে আমরা ছিকটে পড়ে যাই নীচে।'

রেল বাজেটে বরাদ্দ বেড়েছে বলে দাবি করেছেন প্রধানমন্ত্রী। বন্দে ভারতের পর বুলেট ট্রেনের স্বপ্ন বুনছে ভারত। কিন্তু যাত্রীদের নিরাপত্তা বেড়েছে কি? কবে সুরক্ষিত হবে ট্রেন সফর? একের পর এক দুর্ঘটনায় উঠছে প্রশ্ন। সেই রাতের কথা ভাবলে এখনও কেঁপে উঠছেন যাত্রীরা। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram