West Medinipur: পুজো অনুদান না নিতে চাওয়ার তালিকায় নাম জুড়ল পশ্চিম মেদিনীপুরে দাসপুরের | ABP Ananda LIVE

Continues below advertisement

ABP Ananda LIVE: পুজো অনুদান না নিতে চাওয়ার তালিকায় নাম জুড়ল পশ্চিম মেদিনীপুরে দাসপুরের । অনুদানের টাকা ফেরাচ্ছে দাসপুরের সাগরপুর সর্বজনীন দুর্গোৎসব কমিটি । নিহত চিকিৎসকের প্রতীকী নামে তৈরি হচ্ছে সাংস্কৃতিক অনুষ্ঠানের মঞ্চ । পুজোর দিনগুলিতে মণ্ডপে নির্যাতিতার ছবি রেখে জ্বালানো হবে মোমবাতি । আরাধনায় আছি, উৎসবে নেই, জানিয়েছেন পুজো কমিটির উদ্যোক্তারা 

আরও খবর...

সাতসকালে বসিরহাটের মালঞ্চ রোডে চলল গুলি। গুলিবিদ্ধ ব্যবসায়ী, অবস্থা আশঙ্কাজনক। বসিরহাট থেকে গুলিবিদ্ধ ব্যবসায়ীকে আনা হচ্ছে SSKM-এ। বাইকে চড়ে এসে ব্যবসায়ীকে গুলি করে পালায় দুষ্কৃতীরা
পেটে গুলি লাগে ব্যবসায়ীর। পুরনো বিবাদ, নাকি ব্যবসায়িক শত্রুতার জেরে হামলা? খতিয়ে দেখছে বসিরহাট থানার পুলিশ।

আর জি কর মেডিক্যালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ চন্দন লৌহের টালার ফ্ল্যাটে হানা ইডি-র। টালা পোস্ট অফিসের পাশে আবাসনের পাঁচতলার ফ্ল্যাটে চন্দন ও তাঁর স্ত্রী ক্ষমাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আর জি কর হাসপাতালের ইমার্জেন্সি বিল্ডিংয়ের কাছেই চন্দনের স্ত্রী ক্ষমা লৌহর একটি কফি স্টল রয়েছে। অভিযোগ, সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ হওয়ায় বেআইনিভাবে চন্দনকে ওই স্টল পাইয়ে দেওয়া হয়েছিল। এর আগে ২৫ অগাস্ট আর জি কর মেডিক্যালে আর্থিক অনিয়ম মামলায় চন্দন লৌহর ফ্ল্যাটে তল্লাশি চালায় সিবিআই। নিজাম প্যালেসে ডেকে একাধিকবার জিজ্ঞাসাবাদ করা হয় চন্দন ও ক্ষমাকে

 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram