Kharagpur News: বেপরোয়া ট্রাকের ধাক্কায় মৃত্যু এক স্কুটার আরোহীর, ট্রাকচালককে ধরে বেদম মারধর স্থানীয়দের | ABP Ananda LIVE

ABP Ananda LIVE: খড়গপুরে নিউ ট্রাফিক এলাকায় বেপরোয়া ট্রাকের ধাক্কায় মৃত্যু এক স্কুটার আরোহীর । ট্রাকচালককে ধরে বেদম মারধর স্থানীয়দের । ট্রাকচালককে ছাড়াতে গেলে প্রহৃত খড়গপুর টাউন থানার আইসি । পরে টাউন থানার পুলিশ পৌঁছে লাঠিচার্জ করে উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করে । আহত ট্রাক ড্রাইভারকে মেদিনীপুর মেডিকেল কলেজে হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে

আর জি কর মেডিক্যালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ চন্দন লৌহের টালার ফ্ল্যাটে হানা ইডি-র। টালা পোস্ট অফিসের পাশে আবাসনের পাঁচতলার ফ্ল্যাটে চন্দন ও তাঁর স্ত্রী ক্ষমাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আর জি কর হাসপাতালের ইমার্জেন্সি বিল্ডিংয়ের কাছেই চন্দনের স্ত্রী ক্ষমা লৌহর একটি কফি স্টল রয়েছে। অভিযোগ, সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ হওয়ায় বেআইনিভাবে চন্দনকে ওই স্টল পাইয়ে দেওয়া হয়েছিল। এর আগে ২৫ অগাস্ট আর জি কর মেডিক্যালে আর্থিক অনিয়ম মামলায় চন্দন লৌহর ফ্ল্যাটে তল্লাশি চালায় সিবিআই। নিজাম প্যালেসে ডেকে একাধিকবার জিজ্ঞাসাবাদ করা হয় চন্দন ও ক্ষমাকে

চিনার পার্কে সন্দীপ ঘোষের তালাবন্ধ পৈতৃক বাড়িতে ইডি-র হানা। সকাল ৬টা নাগাদ পৌঁছন ইডি-র আধিকারিকরা। মেন গেটের চাবি ছিল এলাকার এক বাসিন্দার কাছে। কিন্তু মেন গেট খোলা সম্ভব হলেও, ভিতরে একাধিক তালা। উপরে উঠতে না পারায় তালা খুলতে চাবিওয়ালার খোঁজ করছেন ইডি-র আধিকারিকরা

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola