Malda: অবিলম্বে বাঁচিয়ে তোলা হোক, বিডিও অফিসে 'মৃত' ভোটারদের বিক্ষোভ | ABP Ananda Live
Malda: তাঁরা দিব্য়ি আছেন। খাচ্ছেন, ঘুমোচ্ছেন, কাজ করছেন... আবার বিডিও অফিসে গিয়ে বিক্ষোভও (Protest)দেখাচ্ছেন। কিন্তু কলমের খোঁচার এমনই জোর- তাঁরা হারিয়েছেন ভোটাধিকার। ভোটার লিস্টে (Voterlist) তাঁরা মৃত! অবিলম্বে তাঁদের বাঁচিয়ে তোলা হোক, এই দাবিতে বিডিওর কাছে আবেদন জানিয়েছেন ৪৪ জন ভোটার। মালদার (Malda) কালিয়াচকের (Kaliachok) ঘটনা। জীবিত কারও নাম ভোটার লিস্ট থেকে বাদ পড়বে না বলে আশ্বাস বিডিওর (BDO)।