JU Student Death: তথ্য প্রমাণ লোপাটের চেষ্টা, যাদবপুরকাণ্ডে পুলিশের হাতে একাধিক চাঞ্চল্যকর তথ্য

Continues below advertisement

যাদবপুরকাণ্ডে এবার পুলিশের স্ক্যানারে ডিন অফ স্টুডেন্টস ও হস্টেল সুপার। ঘটনার দিন রাত ১০টা ৫ মিনিটে কম্পিউটার সায়েন্সের পড়ুয়া সত্যব্রত রায় ফোন করেছিল ডিন রজত রায়কে। জানিয়েছিল, হস্টেলে এক পড়ুয়াকে রাজনীতির শিকার করা হচ্ছে। ডিন সে কথা জানিয়ে ফোন করে বিষয়টি দেখতে বলেন হস্টেল সুপারকে। পরের ফোন রাত ১২টায়। ডিন জানতে পারেন, এক ছাত্র পড়ে গিয়েছে। প্রশ্ন উঠছে, ছাত্রের ফোন পেয়েও কেন হস্টেলে যাননি ডিন? হস্টেল সুপারই বা ডিনের ফোন পেয়ে কী ব্যবস্থা নিয়েছিলেন? ডিন বা হস্টেল সুপার সক্রিয় হলে ছাত্রের এমন মর্মান্তিক পরিণতি আটকানো যেত বলে মনে করছে পুলিশ। গতকালই সত্যব্রতকে গ্রেফতার করে পুলিশ।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram