Kunal-Debangshu: কুণাল ঘোষের প্রকাশ করা অডিও-এ উঠে এসেছে তিন-তিনটে নাম, এর মধ্যে 'সাহেব'-কে?
কুণাল ঘোষের প্রকাশ করা অডিও-এ উঠে এসেছে তিন-তিনটে নাম। তার মধ্য়ে একটি নাম সাহেব। কে এই সাহেব? এবার সেই প্রশ্ন তুললেন দেবাংশু ভট্টাচার্য। পাশাপাশি, ১৪-ই অগাস্ট আর জি কর হাসপাতালে তাণ্ডবের ঘটনার প্রসঙ্গ টেনে বামেদের আক্রমণ শানিয়েছেন তৃণমূল নেতা। এই বিস্ফোরক অডিও ক্লিপের তদন্তে নেমেই সিপিএমের যুব সংগঠন DYFI-এর নেতা কলতান দাশগুপ্ত সহ ২ জনকে গ্রেফতার করল পুলিশ! আর এই অডিও ক্লিপের প্রসঙ্গ টেনেই এবার তৃণমূল প্রশ্ন করছে, অডিও ক্লিপে দুই ব্য়ক্তির কথোপোকথনে 'সাহেব' বলে যার প্রসঙ্গ উঠে আসছে, তিনি কে? কে হামলার নির্দেশ দিয়েছিলেন? দেবাংশু ভট্টাচার্য্য এ নিয়ে বলেছেন, 'কথোপকথনের মধ্যে বলা হয়েছে সাহেবের অর্ডার। এই সাহেবটা কে? এটা পুলিশকে আমি তদন্ত করতে অনুরোধ করব। তাড়াতাড়ি বের করে আনতে অনুরোধ করব। এই সাহেবটা কি DYFI নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়? কারণ মীনাক্ষীকে ওরা ক্যাপ্টেন বলে ডাকে এবং DYFI-এর নেতা হচ্ছেন কলতান দাশগুপ্ত। নাকি এই সাহেবটা মহম্মদ সেলিম। যিনি সিপিএমের রাজ্য সম্পাদক। এই নেংটি ইঁদুর ছেড়ে মাথা ধরুন এই দাবি আমরাও করব। '