RG Kar News Update: নবান্নের পুনরাবৃত্তি কালীঘাটে, ভেস্তে গেল মুখ্যমন্ত্রী-আন্দোলনকারী বৈঠক, আজ কী বলছেন জুনিয়র চিকিৎসকেরা?

Continues below advertisement

নবান্নের পুনরাবৃত্তি কালীঘাটে, ভেস্তে গেল মুখ্যমন্ত্রী-আন্দোলনকারী বৈঠক
নিজেদের ক্যামেরায় বৈঠকের রেকর্ডিংয়ের শর্ত জুনিয়র চিকিৎসকদের
রেকর্ডিং করবে সরকার, কোর্ট বললে দেওয়ার পাল্টা শর্ত মুখ্যমন্ত্রীর 
ভিডিও রেকর্ডিংয়ের 'শর্তেই' এবার ভেস্তে গেল কালীঘাটের বৈঠক
ভিডিও করলে প্রমাণ হিসেবে সঙ্গে সঙ্গে দেওয়ার দাবি চিকিৎসকদের 
সঙ্গে সঙ্গে ভিডিও দেওয়া যাবে না, জানিয়ে দিল রাজ্য সরকার 
'ভিতরে আসতে অনুরোধ করেছিলেন মুখ্যমন্ত্রী'
'ভিতরে আসতে বললেও, ভিডিও রেকর্ডিং দেওয়া যাবে না বলেন মুখ্যমন্ত্রী'
'মুখ্যমন্ত্রীর কথায় ভরসা রেখে মিটিংয়ের মিনিটসেই ভরসা রেখেছিলাম'
'অনেক দেরি হয়ে গেছে, আর মিটিং হওয়া সম্ভব নয়, বললেন স্বাস্থ্যপ্রতিমন্ত্রী'
'সব কিছু মেনে নেওয়ার পরেও আমাদের বের করে দেওয়া হবে বলা হয়'
'বলা হল আমরা ৩ ঘণ্টা অপেক্ষা করছি'
'কার্যত ঘাড়ধাক্কা দিয়ে বের করে দেওয়া হল আমাদের'
নিষ্ফলা বৈঠকের দায় সরকারের উপর চাপিয়ে দাবি জুনিয়র ডাক্তারদের


'সরকারের শর্ত মেনে মুখ্যমন্ত্রীর উপর আস্থা রেখে আলোচনা চেয়েছিলাম'
তাহলে আলোচনা নিয়ে কাদের সদিচ্ছা ছিল? প্রশ্ন আন্দোলনকারীদের
'লাইভ স্ট্রিমিং, ভিডিওগ্রাফি, মিনিটসে সই-সরকারের সব শর্তই মেনে নিয়েছিলাম'
'আমরা আলোচনা করতে এসেছিলাম, সব কিছু ছেড়ে দিয়েছিলাম'
'বলা হল তোমরা বেরিয়ে যাও, না হলে বাস ডেকে পাঠিয়ে দেব'
'তোমাদের আর থেকে লাভ নেই, বলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী'

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram