Debangshu on Bony: 'বিজেপি না ছাড়লে শুভেন্দুর মতই এজেন্সি থেকে দূরে থাকতেন বনি', বিস্ফোরক দেবাংশু
নিয়োগ দুর্নীতি মামলায় (Recruitment Scam) জল গড়াল অনেকদূর। কুন্তল ঘোষ (Kuntal Ghosh) গ্রেফতার হতেই একের পর এক নাম উঠে আসে পরপর। আর এবার সেই তালিকায় নয়া সংযোজন অভিনেতা বনি সেনগুপ্ত (Bony Sengupta)। ইডি-র দাবি অনুযায়ী কুন্তল ঘোষের সঙ্গে বনি সেনগুপ্তর আর্থিক লেনদেনের একটা তথ্য পাওয়া গিয়েছে। আর এবার বনিকে নিয়ে বিস্ফোরক টুইট করলেন দেবাংশু ভট্টাচার্য (Debangshu Bhattacharya)। 'বিজেপি না ছাড়লে শুভেন্দুর মতই এজেন্সি থেকে দূরে থাকতেন বনি'