Nadia News: 'এটা নাকি লাল নাটক, তাই...', নাটক-বন্ধে কী প্রতিক্রিয়া দেবেশ চট্টোপাধ্যায়ের?
পুলিশিগিরির অভিযোগ ক্ষমতাসীনের বিরুদ্ধে। ঘটনাস্থল সেই নদিয়া (Nadia), এবারও কাঠগড়ায় তৃণমূল (TMC)। উৎপল দত্ত রচিত ‘ব্যারিকেড’ নাটকেই ‘নিষেধাজ্ঞার ব্যারিকেড’ দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল পরিচালিত নবদ্বীপ পুরসভার বিরুদ্ধে। চাকদা নাট্যজনের সম্পাদক সুমন পালের সোশাল মিডিয়ার পোস্টে অভিযোগ, উৎপল দত্ত রচিত ও দেবেশ চট্টোপাধ্যায় নির্দেশিত ‘ব্যারিকেড’ নাটক বন্ধ করে দেওয়া হল। ২৩ জানুয়ারি নবদ্বীপের রবীন্দ্র ভবনে ওই নাটক মঞ্চস্থ হওয়ার কথা ছিল। চাকদা নাট্যজনের সম্পাদকের অভিযোগ, গতকাল দুপুরে নবদ্বীপ পুরসভার তরফে উদ্যোক্তাদের জানিয়ে দেওয়া হয়, 'ব্যারিকেড' নাটক মঞ্চস্থ করা যাবে না। নবদ্বীপ পুরসভার প্রতিক্রিয়া এখনও মেলেনি নাট্য ব্যক্তিত্ব দেবেশ চট্টোপাধ্যায় (Debesh Chatterjee) বলেন, 'স্পষ্ট বোঝা যাচ্ছে ব্যারিকেড নাটকটায় তাঁদের আপত্তি। ওটা নাকি একটা লাল নাটক, তাই সেটা করা যাবে না। তাই বন্ধ করে দিয়েছে। এটা একেবারে স্পষ্ট।'