Tollywood Relation on IAS wife Issue: 'সুরক্ষার জন্য হাত পাতব কার কাছে?' IAS অফিসারের স্ত্রীকে ধর্ষণের ঘটনায় প্রশ্ন চৈতি, স্বস্তিকা, দেবলীনার
IAS অফিসারের স্ত্রীকে ধর্ষণের মামলায়, কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে মামলার তদন্তভার দেওয়া হল লালবাজারে কর্মরত ডেপুটি কমিশনার পদমর্যাদার মহিলা আধিকারিককে। জানানো হয়েছে পুলিশ সূত্রে। পাশাপাশি, শুরু হল ৬ পুলিশ কর্মীর বিরুদ্ধে পদক্ষেপের প্রক্রিয়া। পুলিশের ভূমিকা ও নারী নিরাপত্তা নিয়ে সরব হয়েছেন সেলিব্রিটিরা। অভিযোগকারিণীকে দীর্ঘক্ষণ বসিয়ে রাখা... লঘু ধারায় মামলা দায়ের... অভিযোগপত্র বিকৃতি... ৩৫ দিন পর মেডিক্যাল পরীক্ষা... অভিযুক্তর CCTV ফুটেজ নিতে অস্বীকার... আর জি কর-কাণ্ডের মতো কলকাতা পুলিশের বিরুদ্ধে ফের উঠেছে এরকম চাঞ্চল্যকর অভিযোগ। পড়তে হয়েছে কলকাতা হাইকোর্টের কড়া প্রশ্নের মুখে।শেষমেশ, বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের নির্দেশ মেনে মামলার তদন্তভার দেওয়া হল লালবাজারে কর্মরত ডেপুটি কমিশনার পদমর্যাদার মহিলা আধিকারিককে। পুলিশ সূত্রে খবর, ৬ পুলিশ কর্মীর বিরুদ্ধে পদক্ষেপের প্রক্রিয়াও শুরু করা হয়েছে।