Delhi: 'দিল্লিতে এই ঘটনা ঘটলে দেশের প্রান্তিক জায়গাগুলির কী অবস্থা', বিবেক বিহারের ঘটনায় সরব সুনন্দা মুখোপাধ্যায় | Bangla News

Continues below advertisement

দিল্লিতে (Delhi) ‘গণধর্ষণের পর মাথা মুড়িয়ে অত্যাচার’, দিল্লি মহিলা কমিশনের চেয়ারপার্সনের ট্যুইট করা ভিডিওয় তোলপাড়। চোলাই কারবারিদের বিরুদ্ধে গণধর্ষণের (Gang Rape) পর মাথা মুড়িয়ে অত্যাচার। মাথা মুড়িয়ে, গলায় জুতোর মালা পরিয়ে এলাকা ঘোরানোর অভিযোগ। দিল্লি পুলিশকে অবিলম্বে পদক্ষেপ করতে নোটিস মহিলা কমিশনের। ‘প্রেমে প্রত্যাখ্যানের পর স্থানীয় একজনের আত্মহত্যার প্রতিশোধ', গণধর্ষণের পর অত্যাচার নিয়ে এমনই অভিযোগ নির্যাতিতার পরিবারের। ‘অত্যন্ত লজ্জাজনক ঘটনা, কী করে অপরাধীদের এত সাহস হল? পুলিশকে কড়া পদক্ষেপ নিতে বলুন উপ রাজ্যপাল, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী’, স্বাতী মালিওয়ালের ট্যুইট করা ভিডিও রিট্যুইট করে দাবি দিল্লির মুখ্যমন্ত্রীর। বিবেক বিহারে গণধর্ষণের অভিযোগে ৪জন গ্রেফতার, দাবি দিল্লি পুলিশের। এপ্রসঙ্গে রাজ্য মহিলা কমিশনের প্রাক্তন চেয়ারপার্সন সুনন্দা মুখোপাধ্যায় (Sunanda Mukherjee) বলেন, "এত আলোচনা-চর্চার পরেও এইসব ঘটনা দেখে নিজেদের বিপন্ন বোধ হতে পারে। এই ঘটনা ঘটানোর সাহস হল কী করে! আমরা কোন যুগে বাস করছি! খোদ দিল্লিতে যদি এই ঘটনা ঘটে তাহলে দেশের প্রান্তিক জায়গাগুলিতে কী অবস্থা হবে!"

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram