Dengue: জলপাইগুড়ির বাগরোকোট চা বাগান এলাকায় ক্রমেই উদ্বেগ বাড়াচ্ছে ডেঙ্গি, আক্রান্ত ২১৫।Bangla News
Continues below advertisement
জলপাইগুড়ির বাগরোকোট চা বাগান এলাকায় ক্রমেই ছড়াচ্ছে ডেঙ্গি। গতকাল রাত পর্যন্ত ২১৫ জন আক্রান্ত হয়েছেন বলে জেলা স্বাস্থ্য দফতর সূত্রে খবর। গতকাল রাতেই নতুন করে ১৫ জন আক্রান্ত হয়েছেন। জেলায় ৮টি ব্লকে ডেঙ্গি আক্রান্তের মোট সংখ্যা ২৯১। স্বাস্থ্য দফতরের তরফে গতকাল থেকে মশা মারতে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে। সচেতনতা প্রচারে হয়েছে পদযাত্রা। এলাকায় রয়েছে স্বাস্থ্য শিবিরও।
Continues below advertisement
Tags :
Jalpaiguri Dengue ABP Ananda Bengali News ABP Ananda Digital এবিপি আনন্দ এবিপি আনন্দ লাইভ Tea Garden এবিপি আনন্দ এবিপি আনন্দ লাইভ Dengue In Jalpaiguri এবিপি আনন্দ