Dengue: 'বুঝে গিয়েছিলাম আর বাড়ি নিয়ে যেতে পারব না', ডেঙ্গিতে স্ত্রীর মৃত্যু নিয়ে চিকিৎসা ব্যবস্থার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ শোকাহত স্বামীর

Continues below advertisement

রাজ্যে পরপর ডেঙ্গি আক্রান্তের মৃত্যুতে ক্রমেই বাড়ছে উদ্বেগ। কলকাতা পুরসভা এলাকাই হোক বা জেলার বিভিন্ন পুর এলাকা, মৃত্যু রোখা যাচ্ছে না কিছুতেই। ডেঙ্গিতে আক্রান্ত হয়ে ১ সেপ্টেম্বর স্ত্রী পায়েল নন্দীকে হারিয়েছেন রাকেশ বসু। এবিপি আনন্দের ঘণ্টাখানেক সঙ্গে সুমন অনুষ্ঠানে এসে সেই হৃদয়বিদারক দিনের কথাই জানালেন সদ্য স্ত্রী-হারা স্বামী। সদ্যোজাত সন্তানকে নিয়েই এখন দিন কাটছে তাঁর। কোথায় গাফিলতি? এ প্রশ্নের উত্তরে তিনি জানান, 'সন্তান প্রসবের তিন দিন কেটে যাওয়ার পর হঠাৎ একদিন বিকেলে আমার স্ত্রী বলেন আমার সদ্যোজাত সন্তানকে ধরতে। হঠাৎ দেখলাম ও কাঁপছে। কোনও চিকিৎসক ছিলেন না। নার্সরা বললেন উনি ঠিক আছেন। হঠাৎই হাসপাতাল থেকে ডিসচার্জ লেটার দেওয়া হয়। আমি ওই অবস্থায় স্ত্রীকে নিয়ে সরকারি সব হাসপাতালে দৌড়ই, কেউ ঢুকতে দেয়নি। মেডিকেল ইন্স্যুরেন্সও নেয়নি পরবর্তী বেসরকারি হাসপাতাল। ডেঙ্গির সব লক্ষণ ছিল। চিকিৎসা সেভাবে হল না। ১ তারিখ সকালের কথাই শেষ কথা হল। শেষ দেড় ঘন্টা দেখাও করতে দেয়নি। পরে দেখছি ওঁর মুখে নল, বডি ফুলে গেছে। বুঝে গিয়েছিলাম আর বাড়ি নিয়ে যেতে পারব না।' 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram