Dengue Death: ফের ডেঙ্গিতে মৃত্যু দমদম পুরসভা এলাকার বাসিন্দার
Continues below advertisement
ফের ডেঙ্গি আক্রান্তর মৃত্যু। দমদম পুরসভা এলাকার বাসিন্দা যুবকের মৃত্যু বেলেঘাটা আইডি হাসপাতালে। গত সোমবার জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হন ওই যুবক। মৃতের ডেথ সার্টিফিকেটে ডেঙ্গির উল্লেখ। এসএসকেএম পরিদর্শনে অতীন ঘোষ। লেবার কোয়ার্টারের অপরিচ্ছন্নতা ও জল জমা নিয়ে অধিকর্তার কাছে নালিশ।
Continues below advertisement