Dengue : হাওড়া - কলকাতায় চোখ রাঙাচ্ছে ডেঙ্গি, আর কোথায় কোথায় আতঙ্ক
Continues below advertisement
কলকাতা, হাওড়া-সহ রাজ্যের ১২টি পুরসভা ও কর্পোরেশনের ডেঙ্গি পরিস্থিতি উদ্বেগজনক। চলতি বছরে এ পর্যন্ত রাজ্যে ডেঙ্গি আক্রান্ত হয়েছেন ৩ হাজার ১০৪ জন। নবান্নে এমনই রিপোর্ট পাঠাল রাজ্য স্বাস্থ্য দফতর। ১২টি পুরসভা ও কর্পোরেশনের তালিকায় রয়েছে কলকাতা, হাওড়া, বালি, পানিহাটি, আসানসোল, কামারহাটি, বিধাননগর, টিটাগড়, ইংরেজবাজার, রিষড়া, রাজপুর-সোনারপুর ও শিলিগুড়ি। স্বাস্থ্য দফতরের রিপোর্টে উল্লেখ, শহরাঞ্চল ছাড়াও গ্রামীণ বাংলার ১৬টি ব্লকের ডেঙ্গি পরিস্থিতিও যথেষ্ট চিন্তার। এছাড়াও, ৫ জেলা এবং একটি স্বাস্থ্য জেলার বেশ কিছু এলাকায় ডেঙ্গির জীবাণুবাহী মশার উপদ্রব নিয়ে এনটেমোলজিক্যাল অ্যালার্ট রিপোর্টও জমা পড়েছে নবান্নে।
Continues below advertisement
Tags :
West Bengal Kolkata ABP Ananda Dengue Howrah ABP Ananda Bengali News ABP Ananda Digital ABP Ananda LIVE Bangla News Bangla News Live Bengali News এবিপি আনন্দ এবিপি আনন্দ লাইভ বাংলা খবর এবিপি আনন্দ এবিপি আনন্দ লাইভ বাংলা খবর Bangla News