Derby Cancel: ডার্বি বাতিলের পরও যুবভারতীর বাইরে প্রতিবাদ ইষ্টবেঙ্গল-মোহনবাগান সমর্থকদের

Continues below advertisement

ABP Ananda Live: আর জি কর কাণ্ডে তোলপাড়ের মধ্যেই বাতিল আজকের ডার্বি। গ্যালারিতে প্রতিবাদের ঢেউ আছড়ে পড়ার আশঙ্কায় ম্যাচ বাতিল। পর্যাপ্ত পুলিশ পাওয়া সম্ভব নয় বলে জানিয়েছে বিধাননগর কমিশনারেট, জানাল ডুরান্ড কমিটি। ম্যাচ ভেস্তে গেলেও যুবভারতীর বাইরে প্রতিবাদে সামিল হবেন দুই প্রধানের সমর্থকরা।

আর জি কর কাণ্ডে তোলপাড়ের মধ্যেই বাতিল আজকের ডার্বি। ম্যাচ ভেস্তে গেলেও যুবভারতীর বাইরে প্রতিবাদ মিছিলের ডাক দুই প্রধানের সমর্থকদের। পুলিশের বিরুদ্ধে ফোন করে হুমকির অভিযোগ ইস্টবেঙ্গল সমর্থকের। 

'ডুরান্ড ডার্বিতে অশান্তির চক্রান্ত করা হচ্ছিল'। 'দর্শকদের মধ্যে মিশে অশান্তির ছক করা হয়েছিল'। 'কয়েকটি অডিও ক্লিপ আমাদের হাতে এসেছে'। 'নির্দিষ্ট তথ্যের ভিত্তিতেই ম্যাচ বাতিল করতে হয়'। 'শান্তিপূর্ণ বিক্ষোভে আমাদের কোনও সমস্যা নেই'। 'কিন্তু আমাদের কাছে নির্দিষ্ট তথ্য আছে, অশান্তি তৈরির চেষ্টা হবে'। 'সেই কারণে জমায়েত না করার জন্য অনুরোধ করা হচ্ছে'। 'ইতিমধ্যেই ৫ জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে'। 'যুবভারতী চত্বরে BNSS-এর ১৬৩ ধারা জারি করা হয়েছে'। 'কিছু সংগঠন অশান্তি সৃষ্টির চেষ্টা করছে, সেই প্রমাণ আমাদের কাছে আছে'।, জানাল পুলিশ।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram