RG Kar News:তৃণমূল সাংসদ সুখেন্দুশেখর রায়কে তলব পুলিশের, আজ বিকেলেই লালবাজারে হাজিরার নির্দেশ | ABP Ananda LIVE

Continues below advertisement

ABP Ananda LIVE: তৃণমূল সাংসদ সুখেন্দুশেখর রায়কে তলব পুলিশের ।  আজ বিকেলেই সুখেন্দুশেখরকে লালবাজারে হাজিরার নির্দেশ । আর জি কর কাণ্ডে সিপি-র গ্রেফতারি দাবি করেন সুখেন্দুশেখর । 'সন্দীপ ঘোষ ও সিপি-কে গ্রেফতার করে জেরা করুক সিবিআই' । মধ্যরাতে সোশাল মিডিয়ায় পোস্ট তৃণমূল সাংসদের । কীসের ভিত্তিতে সিপি-র গ্রেফতারি চাইছেন সুখেন্দুশেখর, জানতে চায় পুলিশ: সূত্র

আর জি কর মেডিক্যালে হামলার ঘটনায় গ্রেফতার আরও ২। এখনও পর্যন্ত গ্রেফতারির সংখ্যা ৩২। 'কল ডাম্পিং প্রযুক্তির মাধ্যমে ১ হাজার জন শনাক্ত। যারা হামলার দিন হাজির ছিলেন আর জি কর মেডিক্যালের গেটের সামনে', এদের সবাইকে নোটিস পাঠিয়ে জিজ্ঞাসাবাদ করবে লালবাজার: সূত্র। অন্যদিকে DYFI-এর মীনাক্ষী সহ ৭ জনকে আজই তলব করেছে পুলিশ

আর জি কর কাণ্ডে সিপি ও সন্দীপ ঘোষের গ্রেফতারি দাবির পরই সুখেন্দুশেখরকে তলব পুলিশের। তৃণমূল সাংসদ সুখেন্দুশেখর রায়কে তলব পুলিশের
আজ বিকেলেই সুখেন্দুশেখরকে লালবাজারে হাজিরার নির্দেশ। আর জি কর কাণ্ডে সিপি-র গ্রেফতারি দাবি করেন সুখেন্দুশেখর। 'সন্দীপ ঘোষ ও সিপি-কে গ্রেফতার করে জেরা করুক সিবিআই', মধ্যরাতে সোশাল মিডিয়ায় পোস্ট তৃণমূল সাংসদের। তারপরই সুখেন্দুশেখর রায়কে তলব পুলিশের। স্নিফার ডগ নিয়ে ভুল তথ্য দেওয়ার জন্য তলব, দাবি পুলিশের

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram