RG Kar News:তৃণমূল সাংসদ সুখেন্দুশেখর রায়কে তলব পুলিশের, আজ বিকেলেই লালবাজারে হাজিরার নির্দেশ | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: তৃণমূল সাংসদ সুখেন্দুশেখর রায়কে তলব পুলিশের । আজ বিকেলেই সুখেন্দুশেখরকে লালবাজারে হাজিরার নির্দেশ । আর জি কর কাণ্ডে সিপি-র গ্রেফতারি দাবি করেন সুখেন্দুশেখর । 'সন্দীপ ঘোষ ও সিপি-কে গ্রেফতার করে জেরা করুক সিবিআই' । মধ্যরাতে সোশাল মিডিয়ায় পোস্ট তৃণমূল সাংসদের । কীসের ভিত্তিতে সিপি-র গ্রেফতারি চাইছেন সুখেন্দুশেখর, জানতে চায় পুলিশ: সূত্র
আর জি কর মেডিক্যালে হামলার ঘটনায় গ্রেফতার আরও ২। এখনও পর্যন্ত গ্রেফতারির সংখ্যা ৩২। 'কল ডাম্পিং প্রযুক্তির মাধ্যমে ১ হাজার জন শনাক্ত। যারা হামলার দিন হাজির ছিলেন আর জি কর মেডিক্যালের গেটের সামনে', এদের সবাইকে নোটিস পাঠিয়ে জিজ্ঞাসাবাদ করবে লালবাজার: সূত্র। অন্যদিকে DYFI-এর মীনাক্ষী সহ ৭ জনকে আজই তলব করেছে পুলিশ
আর জি কর কাণ্ডে সিপি ও সন্দীপ ঘোষের গ্রেফতারি দাবির পরই সুখেন্দুশেখরকে তলব পুলিশের। তৃণমূল সাংসদ সুখেন্দুশেখর রায়কে তলব পুলিশের
আজ বিকেলেই সুখেন্দুশেখরকে লালবাজারে হাজিরার নির্দেশ। আর জি কর কাণ্ডে সিপি-র গ্রেফতারি দাবি করেন সুখেন্দুশেখর। 'সন্দীপ ঘোষ ও সিপি-কে গ্রেফতার করে জেরা করুক সিবিআই', মধ্যরাতে সোশাল মিডিয়ায় পোস্ট তৃণমূল সাংসদের। তারপরই সুখেন্দুশেখর রায়কে তলব পুলিশের। স্নিফার ডগ নিয়ে ভুল তথ্য দেওয়ার জন্য তলব, দাবি পুলিশের