Poila Boisakh: বাংলা নববর্ষের সকাল থেকেই তারাপীঠে ভক্তদের ভিড়, সকাল ৬টা থেকে খোলা হয়েছে মন্দির
Continues below advertisement
Tarapeeth Temple: আজ পয়লা বৈশাখ (Poila Boisakh)। ১৪২৯-কে বিদায় জানিয়ে বাংলা ক্যালেন্ডারে নতুন বছর ১৪৩০। বাংলা বছরের প্রথমদিনে ভক্ত সমাগম তারাপীঠ মন্দিরে। ভোর ৬টা থেকে পূণ্যার্থীদের জন্য খুলে দেওয়া হয়েছে মন্দির। স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি ভিড় জমিয়েছেন দূর থেকে আশা ভক্তরাও। কলকাতা থেকেও গিয়েছেন অনেকেই। প্রায় ১০ হাজার মানুষের সমাগম হতে পারে বলে অনুমান মন্দির কর্তৃপক্ষের। তারাপীঠের পাশাপাশি ভক্তদের ভিড় হয়েছে কঙ্কালীতলা মন্দিরেও।
Continues below advertisement