Kali Puja: কালীপুজো উপলক্ষ্যে ভক্তের ঢল ত্রিপুরেশ্বরীর মন্দিরে। Bangla News

Continues below advertisement

একান্ন পীঠের অন্যতম দেবী ত্রিপুরেশ্বরীর মন্দির। কালীপুজো উপলক্ষ্যে মন্দিরে ভক্তের ঢল উদয়পুরের মাতারবাড়ির এই মন্দিরে। কথিত আছে, এখানে সতীর ডান পায়ের গোড়ালি পড়েছিল। ৫২২ বছরের পুরনো মন্দিরকে ঘিরে প্রতিবার দীপাবলি উত্সব ও মেলার আয়োজন করা হয়। ত্রিপুরার মহারাজা মহারাজা ধন্য মাণিক্য ১৫০১ সালে ত্রিপুরেশ্বরী মন্দির প্রতিষ্ঠা করেন। বর্তমানে মন্দিরের প্রধান সেবায়েত গোমতীর জেলাশাসক। তবে পুজোর অর্ঘ্য থেকে আহুতি সব কিছুই হয়, রাজপরিবারের বর্তমান প্রতিনিধি প্রদ্যুৎকিশোর দেববর্মনের নামে।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram