Digha News: ৬ দিন পার, দিঘা হোটেল থেকেও খালি হাতে ফিরল পুলিশ | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: ৬ দিন পার। চিলাপাতার জঙ্গল থেকে দিঘা। বাগুইআটির তোলাবাজ কাউন্সিলরের খোঁজে হানা পুলিশের। এবারও অধরা সমরেশ। প্রভাবশালী বলেই কি আড়ালের চেষ্টা? প্রশ্ন আক্রান্ত প্রোমোটারের। কোথায় 'তোলাবাজ' কাউন্সিলর?
আরও খবর...
মহিলা সাংবাদিককে হেনস্থার অভিযোগ। দ্বিতীয়বার সাসপেন্ড তন্ময় ভট্টাচার্য। দলীয় তদন্ত কমিটির রিপোর্ট দেখার পর ফের তন্ময়কে সাসপেন্ড করল সিপিএম।
সাসপেনশন প্রত্যাহারের ১ সপ্তাহের মাথায় ফের তন্ময় ভট্টাচার্য সাসপেন্ড। প্রথমে সাসপেন্ড, তারপর সাসপেনশন প্রত্যাহার, পরে ফের সাসপেন্ড প্রাক্তন বিধায়ক। তন্ময় ভট্টাচার্যকে দ্বিতীয়বার সাসপেন্ড করল সিপিএম। মহিলা সাংবাদিককে হেনস্থার অভিযোগ ওঠার পর সাসপেন্ড করা হয় তন্ময়কে। দলীয় তদন্ত শেষের পর তন্ময়ের সাসপেনশন প্রত্যাহার করে সিপিএম। সংশ্লিষ্ট কমিটির তদন্ত রিপোর্ট খতিয়ে দেখে ফের বর্ষীয়ান সিপিএম নেতাকে সাসপেন্ড করল দল। ৬ মাসের জন্য তন্ময় ভট্টাচার্যকে সাসপেন্ড করা হয়েছে তাঁকে।