Dilip Ghosh: একসঙ্গে পুরভোট হলে কোভিডের চিন্তা থাকত না, সরকারের সমালোচনায় দিলীপ | Bangla News

Continues below advertisement

ঊর্ধ্বমুখী করোনা গ্রাফ ও সরকার আরোপিত বিধিনিষেধ প্রসঙ্গে আজ বিজেপি নেতা দিলীপ ঘোষ (Dilip Ghosh) বলেন, "বিধানসভা নির্বাচনের জন্য কিন্তু পশ্চিমবঙ্গে কোভিড বাড়েনি। তখন মহারাষ্ট্র, দিল্লিতে কোভিড বাড়ছিল। অথচ নির্বাচন এখানে চলছিল। তখন চেঁচামেচি হচ্ছিল যে নির্বাচন বন্ধ করে দাও। তৃণমূল (TMC) তখন ভেবেছিল হেরে যাবে। এখানে পুরভোট একসঙ্গে করতে পারছে না সরকার। তাই ভোট লুঠের জন্য এক একটি পুরসভার ভোট আলাদা আলাদা করে করছে। একসঙ্গে ভোট হয়ে গেলেই এই চিন্তা থাকত না। সরকার চায় না নির্বাচন হোক। তবে এই হারে করোনা বাড়লে, নির্বাচন বন্ধ করা উচিত।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram