Dilip Ghosh: বাঁকুড়ায় প্রচারের শেষ দিনে মাছ ধরলেন দিলীপ ঘোষ | ABP Ananda LIVE

Continues below advertisement

ABP Ananda LIVE: বাঁকুড়ায় প্রচারের শেষ দিনে মাছ ধরলেন দিলীপ ঘোষ । ২৫ মে শনিবার বাঁকুড়া-বিষ্ণুপুরে রয়েছে লোকসভা ভোট । এদিন বাঁকুড়ায় দিনভর বিভিন্ন কর্মসূচি দিলীপ ঘোষের | সকালেই ধলডাঙ্গা পুকুরে অনুগামীদের নিয়ে হাজির দিলীপ।হাতে ছিপ নিয়ে ধৈর্য্য ধরে, নিজের হাত মাছ ধরলেন তিনি। দিলীপের দাবি, মনের চাহিদা পূরণ করতেই এমন কর্মকাণ্ড। সুজাতা প্রসঙ্গ উঠতেই নাম না করে নিশানা বিজেপি প্রার্থীর দিলীপ ঘোষ বলেন, তাঁর কর্মকাণ্ডকেই অনুসরণ করে অন্যরা। ২৫ মে বাঁকুড়া-বিষ্ণুপুরে লোকসভা ভোট (Lok Sabha Election 2024)। কিছুদিন আগেই বিষ্ণুপুরের তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল জাল ফেলে ধরেছিলেন মাছ। সেদিন সুজাতার সংযোজন ছিল, 'মৎসজীবীদের পাশে আছেন মমতা।' আর ষষ্ঠ দফার নির্বাচনের প্রচারের শেষ দিনে, এবার মাছ ধরলেন বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ (Bardhaman Durgapur BJP Leader Dilip Ghosh)। এদিকে, সুজাতার মাছ ধরার প্রসঙ্গ উঠতেই দিলীপ বললেন, 'আমাকেই অনুসরণ করে অন্যরা।' 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram