Dilip Ghosh: 'হুলিগানদের নিয়ে রাজনীতি করবেন, নাকি গণতন্ত্রে আস্থা রাখবেন', মমতার উদ্দেশে দিলীপ

'সবকিছু নিয়ন্ত্রণ করতে চাইছে তৃণমূল'। 'পুলিশ, প্রশাসন, সরকারি কর্মীরা আগেই তৃণমূলের পকেটে'। 'কয়েকজন বিচারপতি শিরদাঁড়া সোজা রেখে মানুষের পাশে দাঁড়িয়েছেন'। 'তাঁদের ভয় দেখিয়ে প্রভাবিত করার চেষ্টা করা হচ্ছে'। 'তৃণমূলের সঙ্গে সেটং না করায় বিচারকদের ভয় দেখানো হচ্ছে'। 'ভারতীয় বিচারব্যবস্থায় কাল একটা কালোদিন গেছে'। 'মমতা চিন্তা করুন, এই হুলিগানদের নিয়ে রাজনীতি করবেন, নাকি গণতন্ত্রে আস্থা রাখবেন'। মন্তব্য বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষের।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola