Dilip Ghosh: আসানসোলে সকলেই কাজ করেছে, তাই ফলও বেশিরভাগ জায়গায় এক : দিলীপ ।Bangla News
আসানসোল লোকসভা কেন্দ্রের উপনির্বাচনে পরাজয়ের জন্য দলের নেতা জিতেন্দ্র তিওয়ারির ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল। উপনির্বাচনে আসানসোল কেন্দ্রের আহ্বায়ক ছিলেন জিতেন্দ্র তিওয়ারি। আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পাল এই প্রশ্ন তোলার পর পাল্টা জবাব দিয়েছেন জিতেন্দ্র। তিনি জানান, অগ্নিমিত্রা পালের যদি কিছু বলার থাকত, তাহলে তাঁকে সরাসরি বলতে পারতেন অথবা দলের ভিতরে বলতে পারতেন। এই মন্তব্য ও পাল্টা জবাব নিয়ে শুরু হয়েছে বিতর্ক ।
আসানসোলে সকলেই কাজ করেছে।তাই ফলও বেশিরভাগ জায়গায় একই আছে। বাকিটা দল দেখবে। এই প্রসঙ্গে বললেন দিলীপ ঘোষ।
Tags :
Dilip Ghosh ABP Ananda Asansol ABP Ananda Bengali News ABP Ananda Digital ABP Ananda LIVE এবিপি আনন্দ এবিপি আনন্দ লাইভ By Election Agnimitra Paul দিলীপ ঘোষ Jitendra Tewari Asansol Constituency এবিপি আনন্দ এবিপি আনন্দ লাইভ দিলীপ ঘোষ আসানসোলে উপনির্বাচন অগ্নিমিত্রা পাল উপ নির্বাচন এবিপি আনন্দ