Dilip Ghosh: এটা পার্টি, সরকার না সার্কাস চলছে! তৃণমূলকে কটাক্ষ দিলীপ ঘোষের |Bangla News

Continues below advertisement

২৪ ঘণ্টার মধ্যে ফের কোঅর্ডিনেটর বদল। দক্ষিণ ২৪ পরগনায় অরূপের (Aroop Biswas) জায়গায় আনা হয়েছিল কুণাল (Kunal Ghosh), সওকতকে। দক্ষিণ ২৪ পরগনায় ফেরানো হচ্ছে অরূপ বিশ্বাসকে। ফের অরূপের অন্তর্ভুক্তি নিয়ে জল্পনা তুঙ্গে। পুলক রায় সামলাবেন হাওড়া, হুগলি। জলপাইগুড়ি, পূর্ব বর্ধমানের দায়িত্বেও অরূপ বিশ্বাস। জানালেন তৃণমূলের (TMC) মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)।

এ প্রসঙ্গে বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh) বলেন, সরকারও ডামাডোল, পার্টিও ডামাডোল। দিদিমণি মন ঠিক করতে বেড়াতে গেছেন উত্তরপ্রদেশে। ওখানে কেউ ডাকেনি, কিন্তু গেছেন। এসব দেখে উনি একেবারে বিরক্ত। সকালে একরকম নির্ণয়, বিকেলে আরেকরকম।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram