Ananda Sakal (4): এনসিসি-র ফান্ড বিতর্ক নিয়ে তৃণমূল সরকারকে নিশানা দিলীপ ঘোষের
Continues below advertisement
এনসিসি-র ফান্ড বিতর্ক নিয়ে তৃণমূল সরকারকে নিশানা দিলীপ ঘোষের। "রাজ্যের তৃণমূল সরকার চায় না যুবসমাজের মধ্যে দেশাত্মবোধ জাগুক। বাংলার সরকার চায় তাঁদের দলের নেতাদের মতো সবাই দুশ্চরিত্র, চোর হোক। এনসিসি করলে কেউ মা-মাটি-মানুষের ঝান্ডা ধরবে না। জয় বাংলা স্লোগান দেবে না বলে হয়ত টাকা বন্ধ করেছে রাজ্য।'' এনসিসি-র ফান্ড বিতর্কে মন্তব্য দিলীপ ঘোষের।
নিয়োগ-দুর্নীতি মামলায় মানিক-ঘনিষ্ঠ তাপস মণ্ডলকে ফের তলব ইডির। ২ নভেম্বর তাপস মণ্ডলকে সিজিও কমপ্লেক্সে হাজিরার নির্দেশ। তাপসের কাছে ৬৫৪টি বেসরকারি ডিএলএড কলেজের তথ্য চাইল ইডি। এই ৬৫৪টি বেসরকারি ডিএলএড কলেজের সঙ্গেই যুক্ত ছিলেন তাপস: সূত্র। এই সংক্রান্ত লিখিত প্রশ্নমালা পাঠানো হয়েছে তাপসকে: সূত্র।
Continues below advertisement
Tags :
Bangla News Bangla News Live Bengali News ABP Ananda LIVE ABP Ananda Digital ABP Ananda ABP Ananda Bengali News