Dilip Ghosh: দুর্নীতি নিয়ে করণদীঘির সভা থেকে তৃণমূলকে নিশানা দিলীপের | ABP Ananda LIVE

Continues below advertisement

Dilip Ghosh: এদিন করণদিঘির সভা (KaranDighi) থেকে তৃণমূলকে (TMC) চাঁচাছোলা আক্রমণ করেন দিলীপ (Dilip Ghosh)। বলেন, 'মোদিজি (Narendra Modi) বলেছেন, এক পরিবারকে বছরে পাঁচ লক্ষ টাকা দেব। পাঁচ লক্ষ টাকা অনেক, আমরা খরচ করতে পারি না। আপনারা চেন্নাই যান, কলকাতায় যান, তাও হয়ে যাবে। আর দিদিমণির স্বাস্থ্যসাথী (Swasta Sathi) তো শুধু বাংলায় চলে। তাও বেসরকারি হাসপাতাল নেয় না। আর মোদিজির আয়ুষ্মান ভারত (Ayushman Bharat) কার্ড সারা ভারতে চলে।' জীবিতকে মৃত বলে ঘোষণা করে দেওয়া হচ্ছে রাজ্যে, এই অভিযোগেও সুর চড়ান দিলীপ। এর পর আসে চাকরি চুরির অভিযোগও। তাঁর কথায়, 'যে ছেলেমেয়েরা লেখাপড়ায় ভাল, SSC দিয়ে পাশ করেছে, চাকরিতে যোগ দেওয়ার কথা ছিল, কিন্তু পায়নি। কোথায় গেল চাকরি? প্রাইমারি থেকে হাইস্কুল, সর্বত্র ১০-১৫ লক্ষ টাকায় চাকরি বিক্রি হয়ে গিয়েছে।' শুধু তাই নয়। ডিএ বাড়ানো হচ্ছে না সরকারি কর্মীদের, এই প্রসঙ্গেও তৃণমূলকে নিশানা করেন দিলীপ। তাঁর ইঙ্গিত, সারা দেশে নানা রাজ্যের সরকার যখন ডিএ বাড়াচ্ছে তখন দিদিমণি দিচ্ছেন না।' দুর্নীতি নিয়ে করণদীঘির সভা থেকে তৃণমূলকে নিশানা দিলীপের

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram