Dilip Mahalanabis : প্রয়াত ওআরএস-এর জনক, বিজ্ঞানী দিলীপ মহলানবীশ : Bangla News

Continues below advertisement

প্রয়াত বাঙালি চিকিত্সক-বিজ্ঞানী দিলীপ মহলানবীশ। বয়স হয়েছিল ৮৭ বছর। ORS-এর জনক দিলীপ মহলানবীশ বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন। ফুসফুসে সংক্রমণজনিত কারণে ১ অক্টোবর থেকে ভর্তি ছিলেন অ্যাপোলো হাসপাতালে।গতকাল রাত রাত ২টো ৫০ মিনিটে হৃদরোগে আক্রান্ত হয়ে বাঙালি চিকিত্সক-বিজ্ঞানীর মৃত্যু হয়। 

স্যালাইনের বদলে ওআরএস খাইয়ে কলেরা রোগীকে চাঙ্গা করার ভাবনার কৃতিত্ব দিলীপ মহলানবীশেরই। ১৯৭১ সালে বাংলাদেশে মুক্তিযুদ্ধের সময়ে কলেরা যখন মড়কের আকার ধারণ করেছিল, তখন এভাবেই অসংখ্য মানুষের প্রাণ বাঁচিয়েছিলেন বাঙালি চিকিত্সক-বিজ্ঞানী। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram