Dinhata News: ডাক্তারদের শাসানি তৃণমূল নেতৃত্বের, উদ্বেগপ্রকাশ করে স্বাস্থ্যসচিবকে চিঠি | ABP Ananda LIVE

Continues below advertisement

ABP Ananda LIVE: দিনহাটা হাসপাতালে আউটডোরে ঢুকে ডাক্তারদের শাসানি তৃণমূল নেতৃত্বের । উদ্বেগপ্রকাশ করে স্বাস্থ্যসচিবকে চিঠি অ্যাসোসিয়েশন অফ হেল্থ সার্ভিস ডক্টর্স-এর । দিনহাটা মহকুমা হাসপাতালের সুপারের ভূমিকারও সমালোচনা । 'সুপারের সামনেই যে ভাবে নেতারা ডাক্তারদের শাসিয়েছেন, সেটা নিন্দাজনক' । 'ডাক্তারদের বিরুদ্ধে সাধারণ মানুষকে উস্কানোর চেষ্টা চলছে, এই প্রবণতা বিপজ্জনক' । 'আউটডোর দেরিতে খোলা হলে, তার দায় হাসপাতাল প্রশাসনের' । 'ডাক্তারদের সুরক্ষায় অবিলম্বে পদক্ষেপ করা হোক' । স্বাস্থ্যসচিবকে চিঠি অ্যাসোসিয়েশন অফ হেল্থ সার্ভিস ডক্টর্স-এর

আরও খবর..

বিচারের দাবিতে কলেজ স্ট্রিট থেকে ধর্মতলা পর্যন্ত জনজোয়ার। একহাতে সংবিধান, একহাতে ন্যায়ের প্রতীক নিয়ে মিছিল। ধর্মতলায় অভয়া মঞ্চের ডাকে 'জনতার চার্জশিট'। মেডিক্যাল কলেজগুলিতে 'দ্রোহের গ্যালারি'। 

দলীয় কার্যালয়ের ভিতর থেকে বিজেপি নেতার রক্তাক্ত দেহ উদ্ধার। দক্ষিণ ২৪ পরগনার উস্তিতে চাঞ্চল্য। রাজনৈতিক খুনের অভিযোগ পরিবারের।

'আজ ওয়ার্নিং হল, পরেরদিন ছেড়ে কথা হবে না। আউটডোরে দেরিতে আসার অভিযোগে দিনহাটা হাসপাতালে ঢুকে ডাক্তারদের শাসানি তৃণমূল নেতৃত্বের। অরাজকতা সৃষ্টির চেষ্টা, পাল্টা বিজেপি

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram