Jadavpur University LIVE: 'পরিস্থিতি প্রতিবেশী রাষ্ট্রের মতো যেন না হয়', কড়া বার্তা হাইকোর্টের
ABP Ananda LIVE: ইন্দ্রানুজ রায়ের অভিযোগের ভিত্তিতে আজই FIR করার নির্দেশ বিচারপতি তীর্থঙ্কর ঘোষের । রাজ্যের রিপোর্ট তলব বিচারপতি ঘোষের । আগামী ১২ মার্চের মধ্যে রিপোর্ট তলব । এই ঘটনা সহজেই এড়ান যেত, মন্তব্য বিচারপতি ঘোষের পুলিশের গা ছাড়া মনোভাবের জন্য এই বিপত্তি, মন্তব্য বিচারপতি ঘোষের । 'আমার তো মনে হচ্ছে এটা গোয়েন্দা বিভাগের ব্যর্থতা' 'গোয়েন্দারা কি মন্ত্রীকে সতর্ক করেছিলেন? মন্ত্রী কি সেই সতর্কবার্তা উপেক্ষা করেছিলেন?' । এক পক্ষের বয়ানের ভিত্তিতে অভিযোগ দায়ের হয়েছে, অপরপক্ষের বয়ান কোথায়? প্রশ্ন বিচারপতির । নিরাপত্তাপ্রাপ্ত ব্যক্তির কাছাকাছি যদি বিক্ষোভকারীরা চলে আসেন সেক্ষেত্রে সমস্যা হবে' প্রতিবেশী রাষ্ট্রের মতো যেন না হয়, মন্তব্য বিচারপতির
প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় চার্জশিটে নাম ছিল BJP নেতা অরুণ হাজরার
প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় চার্জশিটে নাম ছিল BJP নেতা অরুণ হাজরার। এবার তাঁকে নিয়ে আদালতে বিস্ফোরক নথি পেশ করল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা CBI. কেন্দ্রীয় গোয়েন্দাদের দাবি, ২০২২ সালে অরুণের নিজের হাতে লেখা চুক্তিপত্র পাওয়া গিয়েছে, যেখানে উল্লেখ রয়েছে, বিভিন্ন পদে নিয়োগের জন্য 'কালীঘাটের কাকু' ওরফে সুজয়কৃষ্ণ ভদ্রকে তিনি ৭৮ কোটি টাকা দিয়েছিলেন। CBI জানিয়েছে, এর মধ্যে ৪৫ কোটি টাকার কাজ করে ফেরত দিয়েছেন সুজয়কৃষ্ণ। বাকি টাকা সম্পত্তি বিক্রি করে ফেরত দেওয়ার প্রতিশ্রুতি বলেও লেখা আছে ১০টি স্ট্যাম্প পেপারে। (Recruitment Scam)