Sikkim Flash Flood: সিকিম-ঝাড়খণ্ডে দুর্যোগে বিপর্যয়, সিকিমের মুখ্যমন্ত্রীকে ফোন করলেন প্রধানমন্ত্রী। ABP Ananda Live
Sikkim Flash Flood: রাজ্য জুড়ে দফায় দফায় বর্ষণের মধ্যেই সিকিম-ঝাড়খণ্ডে দুর্যোগে বিপর্যয় (Sikkim Flash Flood)। উত্তর থেকে দক্ষিণবঙ্গের একাংশ প্লাবিত, জলের তলায় একের পর এক এলাকা। প্রাকৃতিক দুর্যোগে সিকিমে (Sikkim) ৫জনের মৃত্যু, এখনও ৪০জন নিখোঁজ। পরিস্থিতি জানতে সিকিমের মুখ্যমন্ত্রীকে ফোন করলেন প্রধানমন্ত্রী। মেঘভাঙা বৃষ্টিতে ( Flash Flood) ভেঙে গেল সিকিমের ৬টি সেতু। সিকিমে ঘুরতে গিয়ে রায়গঞ্জের ২জনের সঙ্গে পরিবারের যোগাযোগ বিচ্ছিন্ন। সিকিমে এখনও পর্যন্ত খোঁজ নেই ২৩জন জওয়ান-সহ ৪০জনের । উত্তর সিকিমের লোনাক লেকে মেঘভাঙা বৃষ্টি, ভাঙল চুংথাম বাঁধ। চুংথাম বাঁধ ভেঙে তিস্তা নদীতে জলোচ্ছ্বাস, ভেসে গেল অসংখ্য বাড়ি । প্রবল বৃষ্টির জেরে জলপাইগুড়িতে তিস্তায় লাল সতর্কতা জারি। তিস্তা নদীর অসংরক্ষিত এলাকায় লাল সতর্কতা জারি করল সেচ দফতর। ঝাড়খণ্ডে প্রবল বৃষ্টি, ডিভিসির ছাড়া জলে প্লাবিত তারকেশ্বরের একাংশ। হুগলির জাঙ্গিপাড়ার ২ গ্রাম পঞ্চায়েত এলাকা প্লাবিত, জলের তলায় কৃষিজমি। হুগলির খানাকুলের একাধিক গ্রাম জলের তলায়, বিপদ সীমার উপরে দামোদর। প্রবল বৃষ্টির সঙ্গে ডিভিসির ছাড়া জলে প্লাবিত হাওড়ার উদয়নারায়ণপুরের একাংশ