7:30 tae Saradin: আলোচনা সদর্থক, নিয়োগপত্র হাতে পেলে তবেই আন্দোলন প্রত্যাহার, জানালেন আন্দোলনকারী

Continues below advertisement

শিক্ষামন্ত্রীর সঙ্গে এসএসসি আন্দোলনকারীদের বৈঠক। "মেধা তালিকায় সবার নিয়োগের আশ্বাস মিলেছে। আশ্বাস মিলেছে রাজ্য সরকারের কাছ থেকে। আলোচনা সদর্থক, নিয়োগপত্র হাতে পেলে তবেই আন্দোলন প্রত্যাহার।'' বৈঠকের পর দাবি আন্দোলনকারী শহীদুল্লাহর

জনস্বার্থ মামলার নামে তোলাবাজির অভিযোগে রাঁচির আইনজীবী গ্রেফতারের ঘটনায় এবার কলকাতা পুলিশের নজরে ইডি-র আধিকারিক। আগামীকাল ওড়িশায় গিয়ে জিজ্ঞাসাবাদের জন্য ইডি-র ডেপুটি ডিরেক্টর সুবোধ কুমারকে নোটিস। পুলিশ সূত্রে দাবি, ধৃত আইনজীবী রাজীব কুমারের সঙ্গে কেন্দ্রীয় এজেন্সির কর্তাদের যোগ রয়েছে। সূত্রের খবর, ২০১৬ থেকে রাঁচিতে পোস্টিং ছিল ইডি-র আধিকারিক সুবোধ কুমারের। সম্প্রতি তিনি ওড়িশায় বদলি হন। কলকাতা পুলিশ সূত্রে দাবি, ইডি-র ওই অফিসারের সঙ্গে যোগাযোগ ছিল আইনজীবী রাজীব কুমারের। সেই কারণেই ইডি-র আধিকারিককে জিজ্ঞাসাবাদের নোটিস কলকাতা পুলিশের। 

ঝাড়খণ্ড টাকা উদ্ধারকাণ্ডে অভিযোগকারী কংগ্রেস বিধায়কের বয়ান রেকর্ড। ভবানী ভবনে এসে ৫ ঘণ্টা ধরে বয়ান রেকর্ড করালেন কংগ্রেস বিধায়ক কুমার জয়মঙ্গল। আদালতে গোপন জবানবন্দি নেওয়া হবে জানিয়েছে সিআইডি, জানালেন জয়মঙ্গল। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram