District News: অজয়ের স্রোতে বানভাসি বীরভূমের বিস্তীর্ণ এলাকা, নষ্ট বহু মূল্যবান নথি, সুন্দরপুরে দুয়ারে সরকারের আদলে ক্যাম্প | Bangla News
তৃণমূল পরিচালিত আলিপুরদুয়ার জেলা পরিষদে অডিট রিপোর্টে বেনিয়মের উল্লেখ। বিধি ভেঙে একটি সংস্থাকে অগ্রিম সাড়ে চার কোটি টাকা দেওয়ার অভিযোগ। সরকারের অডিট রিপোর্টকে অস্ত্র করে আক্রমণ বিজেপির। দুর্নীতির অভিযোগ অস্বীকার তৃণমূলের।
অজয়ের স্রোতে বানভাসি বীরভূমের বিস্তীর্ণ এলাকা। গৃহহীন বহু মানুষ। নষ্ট বহু মূল্যবান নথি। সেই নথি ফের তৈরি করে দেওয়ার জন্য সুন্দরপুরে দুয়ারে সরকারের আদলে ক্যাম্প খুলল প্রশাসন।
৩০ অক্টোবর কোচবিহারের দিনহাটা বিধানসভার উপনির্বাচন। বিজেপির থেকে দিনহাটা ছিনিয়ে পুজোয় জনসংযোগে জোর দেবে তৃণমূল। দুর্গোৎসবে তৃণমূল কর্মী-সমর্থকদের সক্রিয়ভাবে অংশ নিতে বলা হয়েছে। তৃণমূলের তৎপরতা নিয়ে কটাক্ষ করেছে বিজেপি।
উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে শিশুমৃত্যুর ঘটনায় মুখ্যমন্ত্রীকে চিঠি দার্জিলিং জেলা কংগ্রেসের। এই নিয়ে প্রশাসনকে কাঠগড়ায় তুলেছে সিপিএমও। স্বাস্থ্য দফতর ও প্রশাসন নিয়ম মেনেই কাজ করছে, পাল্টা জবাব তৃণমূলের। মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষের দাবি, নিয়ন্ত্রণে আছে পরিস্থিতি।