District News: দিনভর আতঙ্ক ছড়িয়ে অবশেষে ফাঁদে পা রয়্যাল বেঙ্গলের| Bangla News

Continues below advertisement

দিনভর আতঙ্কের পর অবশেষে মৈপীঠে ধরা পড়ল রয়্যাল বেঙ্গল টাইগার। বন দফতরের পাতা খাঁচায় ধরা পড়ে বাঘটি। মঙ্গলবার সকালে চাষের কাজে গিয়ে ধানক্ষেতের মধ্যে বাঘটিকে দেখতে পান দুজন। বাঘ ধরা পড়ায় স্বস্তিতে গ্রামবাসীরা। 

ভালুকের আতঙ্ক ছড়ায় জলপাইগুড়ি শহরে। ভালুকের খোঁজে তল্লাশি চালাচ্ছে বন দফতর। পাতা হয়েছে খাঁচা। 

সিআইডি তদন্তের দাবিতে এখনও অনড় মৃত এএসআই-এর পরিবার। এদিকে হাসিমারায় গিয়ে নমুনা সংগ্রহ করল ফরেন্সিক দল। 

চিকিৎসককে হেনস্থা ও মারধরের অভিযোগ। জানা গিয়েছে, পেশায় চিকিৎসক জয়ন্ত সরকার চাকদা থেকে ট্রেনে চেপে আসছিলেন। ট্রেনের কামরায় দুজন যুবক মাস্ক না পরায় তিনি প্রতিবাদ জানান। অভিযোগ, এরপর ওই দুই যুবক তাঁকে হেনস্থা ও মারধর করে। ঘটনায় কৃষ্ণনগর জিআরপি থানায় অভিযোগ দায়ের হয়েছে।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram