Abijit Chowdhury: যে ঢেউ তৈরি হয়েছে, তা থেমে যেতে পারে না: চিকিৎসক অভিজিৎ চৌধুরী

Continues below advertisement

এবিপি আনন্দ 'যুক্তি তক্কো' অনুষ্ঠানে এসে চিকিৎসক অভিজিৎ চৌধুরী বলছেন, 'বর্তমান পশ্চিমবঙ্গের অবস্থা দেখে আমার একটা নাটকের কথা মনে পড়ে যাচ্ছে। এক প্রবল পরাক্রমশালী শাসক রুদ্ধদ্বার একটি ঘরে বসে রয়েছেন। বাইরে অসংখ্য মানুষের চিৎকার তাদের দাবি-দাওয়া নিয়ে। আর শাসক তার জানলার ফুলদানিগুলোকে একটি এদিক ওদিক করে জনগণকে বোঝানোর চেষ্টা করছেন, আমরা তোমাদের দাবি-দাওয়া মানার জন্য সবরকম চেষ্টা করছি। আর মনে মনে সেই শাসক বিড়বিড় করে বলছেন, 'আমি জানি ঝড় থেমে যাবে, কিন্তু মাটি গরম হচ্ছে।' পশ্চিমবঙ্গেও সেই মাটি গরম হয়েছে আর সেই মাটি গরম থাকবে। জুনিয়র ডাক্তারদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে যে কথাটা বলে যাচ্ছি, সেটা পরিষ্কার হওয়া দরকার যে যে ঢেউ তৈরি হয়েছে সেই ঢেউ এরকমভাবে থেমে যাবে না।'

 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram